কোন আসনে কার লড়াই সৈয়দ আশরাফের আসনে তারই সহোদর ভাই বোনের লড়াই

কোন আসনে কার লড়াই সৈয়দ আশরাফের আসনে তারই সহোদর ভাই বোনের লড়াই

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আসনে তারই সহোদর ভাই বোন নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বিষয়টি এখন মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে। কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে টানা পাঁচবারের সংসদ সদস্য ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে এ আসনটিতে। ১৯৯৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুুত্র সৈয়দ আশরাফুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর এখানকার উন্নয়ন কর্মকান্ডসহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয় তার। ফলে যতবারই তিনি প্রার্থী হয়েছেন, এখানকার মানুষ তাকে ততবারই আপনজন মনে করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর তারই সহোদর ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। সৈয়দ আশরাফের উত্তরসূরি হিসেবে মানুষ তাকেও আপন করে নেয়। কিন্তু তার বিগত পাঁচ বছরের কর্মকান্ডে সন্তুষ্ট নন দলীয় নেতা-কর্মীসহ অনেকেই। ফলে তারা পরিবর্তনের ডাক দিয়েছেন।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ