নাটকীয় কিছু না ঘটলে বিএনপিবিহীন ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় অনেকটাই নিশ্চিত। তবে বড় প্রশ্ন, এ সংসদে প্রধান বিরোধী দল হবে কারা? জাতীয় পার্টিকে (জাপা) ছাড় দেওয়া ২৬ আসনে নৌকার প্রার্থী সরলেও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা ১৩ আসনে চ্যালেঞ্জে ফেলেছে লাঙ্গলকে। দুটি আসনে নিজ দলের এমপিরা স্বতন্ত্র হয়ে বিপদ বাড়িয়েছেন। শুধু লাঙ্গলের বিপদ নয়, উল্লেখযোগ্য সংখ্যক আসনে নৌকা ডোবাতে পারেন, এমন স্বতন্ত্র প্রার্থীও ভীতি ছড়াচ্ছেন ক্ষমতাসীন দলে। ফলে আগামী সংসদে সংখ্যায় জাপাকে ছাপিয়ে যেতে পারেন স্বতন্ত্র এমপিরা।
নৌকাবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা প্রায় একই রকম প্রতীক পাওয়ায় তাদের মধ্যে আগাম যোগাযোগের আভাস মিলেছে। প্রতীক বিশ্লেষণে দেখা গেছে, ১৭৭ স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ ও ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন। সমকালের প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, ট্রাক পাওয়া ৭৩ প্রার্থীর ৫৪ জন নৌকার মনোনয়নবঞ্চিত। ঈগল পাওয়া ১০৪ প্রার্থীর ৬৮ জনই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়েছেন। ফলে ‘ঈগল’ এবং ‘ট্রাক’ আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রতীক’ হয়ে উঠেছে।
১৪ দলীয় শরিকদের ছয়টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। এসব আসনে নৌকা পেয়েও জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং জেপির প্রার্থীরা স্বস্তিতে নেই। অন্তত চারটি আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির মতো ১৪ দলের শরিকরাও ভোটের মাঠে দুর্বল হওয়ায় জয়ের নিশ্চয়তা নেই। পরাজয়ের শঙ্কায় বর্তমান এমপিসহ জাপার কয়েক জ্যেষ্ঠ নেতা ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দলটির ২৮৩ আসনে প্রার্থিতা বৈধ হলেও শেষ পর্যন্ত কতজন ভোটে সক্রিয়ভাবে থাকবেন, তা নিশ্চিত নয়।বিস্তারিত