ময়মনসিংহ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে নগরীর বাঘমারা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ওই যুবক shoriful Alom নামে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে। পরে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস শেষ পর্বের এক ছাত্রীর ম্যাসেঞ্জারে কিছু অশ্লীল ছবি পোস্ট করে।
পরে এ ঘটনায় গত ৯ জানুয়ারি ওই ছাত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর তাকে বিরক্ত করা থেকে কিছুদিন বিরত থাকে। গত ৭ মার্চ আবার সেই আইডি থেকে ওই ছাত্রীর মেসেঞ্জারে একটি নগ্ন ছবি পোস্ট করে তার কাছে পাঁচ হাজার টাকা চাদা দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাঘমারা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি।