দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা

দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

জমে উঠছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। চায়ের কাপে ঝড় উঠছে গ্রামগঞ্জের হাটবাজারে। জমজমাটভাবে সারা দেশে চলছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার। কেউ উঠান বৈঠক, কেউ গণসংযোগ করছেন, কেউবা উন্নয়নের অঙ্গীকার করে দ্বারে দ্বারে ঘুরছেন। গতকাল ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানীর শেরেবাংলানগরের আগারগাঁও, তালতলা ও শ্যামলীতে ব্যাপক গণসংযোগ করেন। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত পশ্চিম মানিকদী ও মাটিকাটায় প্রচার চালান। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সিদ্বেশ্বরী কালীমন্দিরে মতবিনিময় সভায় অংশ নেন। ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন গণসংযোগ করেন। ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন কোটবাড়ী, বর্দনবাড়ী, বড় বাজার, দারুসসালাম রোড, প্রিয়াঙ্গন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান সজল ৫৫, ৪৯, ৬৬ নম্বর ওয়ার্ডসহ আদর্শনগরে কর্মিসভা, বর্ধিত সভা ও লিফলেট বিতরণ করেন। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন তুষারধারা ও গিরিধারায় ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী বাউনিয়া, বটতলা, রোসাদিয়া নতুন বাজার, কামারপাড়া স্কুল, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ধউর ও দিয়াবাড়ী এলাকায় প্রচার চালান। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম ৫২ ও ৫৯ নম্বর ওয়ার্ড, ধোলাইপাড়, মীরহাজিরবাগে কর্মিসভা সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বড়ইতলায় সভা ও মোহম্মদবাগে গণসংযোগ করেন।

ঢাকা-১১ আসনে গণফ্রন্ট প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমান হাতিরঝিল সংলগ্ন মহানগর এলাকা ও বনশ্রীতে গণসংযোগ করেন। ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন লালবাগ চৌরাস্তা থেকে শুরু করে বকশীবাজার, আগামসি লেন, আগা সাদেক রোড, নাজিরাবাজার, বংশাল, মালিটোলা, তাঁতীবাজার, মিটফোর্ড, নয়াবাজার টিনপট্টি ও পাকিস্তান মাঠ এলাকায় লাঙল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। ঢাকা-১২ আসনে ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আবদুল হাকিম কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজকুনীপাড়ায় গণসংযোগ করেন। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোরের পাঁচন্দর ইউনিয়নের মোহর গ্রামে পথসভা করেন। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচার চালান গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে। রাজশাহী-২ আসনে ১৪-দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন নগরীর ঝাউতলা মোড়, লক্ষ্মীপুর, মেডিকেল চত্বর ও ঘোষপাড়ায়। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচার চালান চারঘাটের অরকা পল্লীতে। রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচার চালান দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ মোহনপুরের কেশরহাটে গণসংযোগ করেন। পাবনা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. মকবুল হোসেন ও স্বতন্ত্র আবদুল হামিদ গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রচারে ব্যস্ত সময় পার করেন। বিভিন্ন সভাসমাবেশ ও গণসংযোগে তাঁর মেয়ে অংশ নিয়ে বাবার জন্য ভোট প্রার্থনা করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী আবদুল ওদুদ সদর উপজেলার গোবরাতলায় প্রচার চালান। একই আসনে বিএনএম প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আবদুল মতিন ও বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খাঁন শহরে গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জে সমাবেশ করেন। এ ছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ও সৈয়দ নজরুল ইসলাম এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস গণসংযোগ করেন। বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় দুপুরে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে লিফলেট বিতরণ, পথসভা, গণসংযোগ এবং বিকালে বাগেরহাট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ফিসারীঘাটা, সিআরসি, গাবতলাসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ ছাড়া জাতীয় পার্টির সাজন মিস্ত্রী এবং তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা, বিএনএমের প্রার্থী সাবেক কৃষক লীগ নেতা রেজাউল ইসলাম রাজু ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। পঞ্চগড়-১ আসনে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁঞা মুক্তা সভা ও গণসংযোগ করেন। নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা জলঢাকার কৈমারী ও মীরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম নন্দীগ্রামের মুরাদপুরে গণসংযোগ করেন। কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাফরগঞ্জ, এলাহাবাদ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা রামগড় উপজেলার থলিপাড়া, নাকাপা, পাতাছড়ায় গণসংযোগ করেন। একই আসনে লাঙলের মিথিলা রোয়াজা ও তৃণমূল বিএনপির উশ্যেপ্র মারমা গণসংযোগ ও পথসভা করেন। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে।

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল টঙ্গীর বাস্তুহারা, দত্তপাড়া, হিমারদিঘী, গাজীপুরাসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন চতর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে পথসভার মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন।

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ