মন্ত্রিসভার এক নম্বর সদস্য মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি। এবারও নৌকার মনোনয়ন নিয়ে গাজীপুর-১ আসন থেকে তিনি ভোটে লড়ছেন। গোপালগঞ্জের পর গাজীপুরকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলা হলেও নৌকা নিয়ে স্বস্তিতে নেই এ জ্যেষ্ঠ মন্ত্রী। বিএনপি বিহীন এই নির্বাচনে তাঁকে টেনশনে রেখেছেন স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। বিএনপি বিহীন এ ভোটে প্রভাবশালী এ মন্ত্রীকে চোখ রাঙাচ্ছেন নিজ দলের নেতাই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে বর্তমান মন্ত্রিসভায় রয়েছেন। নৌকা নিয়ে এবারও তিনি ভোট করছেন চাঁদপুর-৩ আসনে। দলে প্রভাবশালী হলেও নিজ এলাকায় তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন স্থানীয় নেতারাই। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি শামছুল হক ভুইয়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এ আসনে। নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে প্রার্থী হয়েছেন মৎস্যজীবী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী রেদওয়ান খান বোরহান। এখানে তিন প্রার্থীর মধ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। দলের সতীর্থদের মোকাবিলা করেই জিতে আসতে হবে ডা. দীপু মনিকে। জেলা আওয়ামী লীগের বড় অংশই দীপু মনির বিপক্ষে অবস্থান নিয়েছেন।বিস্তারিত