অনলাইন ডেস্ক
নৌকার ইঞ্জিন বিকল হয়ে, ১৮৫ রোহিঙ্গা ভাসছে গভীর সাগরে ভাসছে। ভারত মহাসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এ ঘটনা ঘটেছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এতে মৃত্যু-ঝুঁকিতে রয়েছেন এসব শরণার্থী। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির রোহিঙ্গা নাগরিকরা বিভিন্ন সময় সাগর পথ পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটি দল ভারত মহাসাগরে রয়েছে। নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে তারা এখন সাগরে ভাসছে।
বিবৃতিতে বলা হয়, নৌকার একজন যাত্রী ইতিমধ্যেই মারা গেছে। আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। সময়মত উদ্ধার করে নিরাপদ স্থানে না নিয়ে গেলে আরো অনেকে মারা যেতে পারে।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করে। গত বছর থেকে এ অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ সমুদ্রে ডুবে নিহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।