বড়দিনের খাবার খেয়ে এয়ারবাসের ৭০০ কর্মী অসুস্থ

বড়দিনের খাবার খেয়ে এয়ারবাসের ৭০০ কর্মী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

 

 

এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে ১৫ হাজারের মত কর্মী সেখানে কাজ করেন।

বড়দিনের ছুটির আগে কর্মীদের জন্য এয়ারবাস আটলান্টিক এর পক্ষ থেকে কর্মীদের জন্য আয়োজন করা হয়েছিল ভোজের। সেটা খেয়ে কোম্পানির সাত শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে ফ্রান্সের একটি আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

আঞ্চলিক স্বাস্থ্য সংস্থা এআরএস এর বরাত দিয়ে বিবিসি জানায়, পশ্চিম ফ্রান্সে অ্যারোস্পেস গ্রুপের কার্যালয়ে কর্মীরা খাবার খাওয়ার পর বমি ও পাতলা পায়খানা করা শুরু করেন।

ভোজে খাবারের তালিকায় কি কি ছিল বা ঠিক কি কারণে এমনটা হয়েছে তা জানায় যায়নি।

এয়ারবাস কর্তৃপক্ষ অবশ্য বিবিসিকে ৭০০ জন নয় বরং তাদের ১০০ জনের মত কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে।

এক বিবৃতিতে তারা এটাও বলেছে, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তারা এআরএস কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আর কখনো যেন এ ধরণের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে চাইছে।

গত সপ্তাহে ওই ভোজের আয়োজন হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ পায় গত শুক্রবার। ঠিক কোন খাবারটিতে সমস্যা ছিল, যে কারণে এত মানুষ অসুস্থ হয়ে পড়লো সে বিষয়ে এআরএস বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ