আন্তর্জাতিক ডেস্ক
মধ্য নাইজেরিয়ায় জাতিগত সহিংসতায় সশস্ত্র গোষ্ঠীর পৃথক হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বেশ কয়েকটি গ্রামে পৃথক হামলা চালানো হয়। এতে ১৬০ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছেন। দ্য গার্ডিয়ান।
ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় জর্জরিত দেশটির বোক্কোস রাজ্যের স্থানীয় সরকার প্রধান সোমবার কাসাহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গত শনিবার সকাল পর্যন্ত লড়াইয়ে ১১৩ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। ৩ শতাধিক আহত ব্যক্তিকে বোকোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে এই গোষ্ঠীগুলো ডাকাত হিসেবে পরিচিত। তারা কম করে হলেও ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয়।
রেড ক্রসের হিসেবে নিহত হয়েছেন ১৬৪ জন। এর মধ্যে বোক্কোসের ১৮টি গ্রামে ১০৪ জন এবং বারকিন লাদিতে আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বারকিন লাদি এলাকার ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বোকোস রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোম।