নাশকতাকারীরা গ্রেফতার হয়নি ♦ ঘটনার সময় কাজ করেনি শিকল, চার লাশ এখনো মর্গে ♦ স্বজনদের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি

নাশকতাকারীরা গ্রেফতার হয়নি ♦ ঘটনার সময় কাজ করেনি শিকল, চার লাশ এখনো মর্গে ♦ স্বজনদের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনের ঘটনায় কোনো নাশকতাকারী গ্রেফতার হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো জানতে পারেননি কে বা কারা আগুন দিয়েছিল। অন্যদিকে, চার দিন ধরে মর্গে পড়ে আছে নিহত চারজনের লাশ। স্বজনদের নমুনা নিয়ে নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে সিআইডি। গোপীবাগের ঘটনায় অগ্নিদগ্ধরা অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এদিকে কাল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন আবার চালু হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, ট্রেনে আগুনের ঘটনায় পরিকল্পনাকারীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ট্রেনটিতে কে বা কারা আগুন দেয় সে তথ্য এখনো তারা জানতে পারেননি।

গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনার পর নিখোঁজ হওয়া আবু তালহার বাবা আবদুল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চার দিন ধরে ছেলের কোনো খোঁজ পাইনি। ছেলের চিন্তায় নির্ঘুম রাত কাটছে। কখনো ডিবি অফিসে। কখনো রেলওয়ে পুলিশের সঙ্গে দেখা করছি। তারা কোনো খোঁজ দিতে পারছেন না। সিআইডি আমার ডিএনএ নমুনা নিয়েছে। তারা অন্তত সাত দিন অপেক্ষায় থাকতে বলেছেন। এরপর জানতে পারব ছেলে বেঁচে আছে, না মারা গেছে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ