নিজস্ব প্রতিবেদক বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের হয়ে জয় পান তিনি। গতকাল সংসদ ভবনে শপথ নেন তিনি। শাহজাহান ওমর এসময় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।’ এর আগে নির্বাচনি প্রচারণার সময়ও তিনি নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন। ঝালকাঠি-১ আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের হয়ে জয় পান তিনি। গতকাল সংসদ ভবনে শপথ নেন তিনি। শাহজাহান ওমর এসময় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।’ এর আগে নির্বাচনি প্রচারণার সময়ও তিনি নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন। ঝালকাঠি-১ আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।