টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিশ্বের গণতান্ত্রিক দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সরকারপ্রধানের রেকর্ড গড়বেন তিনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পাশাপাশি তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনেরও সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি। আজ ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। গতকাল সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পাওয়া ৩৬ জনের নাম ঘোষণা করেন। তিনি জানান, কে কোন মন্ত্রণালয় পাবেন তা আজ প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।বিস্তারিত