নিজস্ব প্রতিবেদক ঢাকা
ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিসের ৮০ শতাংশের মতো ব্যান্ডউইডথ ব্লক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আমরা টেকনোলজিসের কাছে বিটিআরসির ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। তারা বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে। বিটিআরসি তাদেরকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা দিয়ে বাকি টাকা কিস্তিতে দিতে হবে। সংস্থার সূত্র জানায়, আমরা টেকনোলজিস যদি পাওনা দিতে ব্যর্থ হয়, তাহলে বিটিআরসি সেখানে প্রশাসক বসানোর কথাও চিন্তা করছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য আমরা টেকনোলজিসের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সরকারের পাওনা আদায় করতে হবে। এ জন্য সবকিছুই বিবেচনা করা হচ্ছে।
এর আগে আইআইজি কোম্পানির কাছ থেকে বকেয়া আদায়ে ব্যান্ডউইডথ সেবা ‘ডাউন’ (সীমিত) করে দিয়েছিল সাবমেরিন কেব্ল কোম্পানি। সেখানেও আমরা টেকনোলজিসের কাছে পাওনা বাকি ছিল।