শীর্ষ ধনীদের কার কত সম্পদ

শীর্ষ ধনীদের কার কত সম্পদ

পৃথিবীর বুকে সফল উদ্যোক্তা এবং বিত্তশালী হওয়ার দৌড় প্রতিযোগিতা ছিল একাল-সেকাল সবকালেই। প্রাচীনকালে তো বটেই, সাম্প্রতিককালে বিশ্ববাসী এমন সব ব্যক্তির দেখা পেয়েছেন, যারা নিজ নিজ অবস্থানে থেকে অকল্পনীয় সাফল্য অর্জন করেছেন।  তারা সবাই নিজ নিজ দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী ক্ষমতায় সমাজে সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন। এরা যুগে যুগে একচেটিয়াভাবে বিশ্বের সবচেয়ে ধনকুবের ব্যক্তিদের তালিকায় তাদের সাফল্য রেখেছেন; যা মোটেও ছোট কোনো কীর্তি নয়

 

যেভাবে পাঁচ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ

 

বিশ্বের অতিধনীদের সম্পদের পরিমাণ বাড়ছেই। সম্প্রতি অক্সফাম ইন্টারন্যাশনালের প্রকাশিত বার্ষিক বৈষম্য প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে ২০২০ সালের পর শীর্ষ পাঁচ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ এই সময়ে হওয়া মূল্যস্ফীতির হারের চেয়ে তাদের বিত্ত তিনগুণ দ্রুত বেড়েছে। ঠিক এই সময়ে শীর্ষ ধনীদের সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের আয় কমেছে। সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের আসর বসার আগে অক্সফাম ইন্টারন্যাশনাল এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২০ সালে এ ধনীদের সম্পদের পরিমাণ ছিল ৪০ হাজার ৫০০ কোটি ডলার। গত বছর তা ৮৬ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে, বিশ্বব্যাপী প্রায়  ৫০০ কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে, যাদের উচ্চ মূল্যস্ফীতি, যুদ্ধ-সংঘাত ও জলবায়ু সংকটের সঙ্গে লড়তে হচ্ছে। অক্সফাম ইন্টারন্যাশনাল আরও জানিয়েছে, বিশ্বব্যাপী ধনী-গরিবের সম্পদের ব্যাপক বৈষম্যের এই অবস্থায়, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে দারিদ্র্যদূরীকরণে প্রায় ২৩০ বছর সময় লাগবে।বিস্তারিত

অর্থ বাণিজ্য আন্তর্জাতিক লাইফ স্টাইল শীর্ষ সংবাদ