ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ১৮ মার্চ শনিবার বাংলাদেশ দূতাবাসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন করা হয়। সকালে দিবসটি উদ্যাপন উপলক্ষে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ডেনমার্কে বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্মের শিশুকিশোররা সকালে দূতাবাস চত্বরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি রাজনীতিক ব্যক্তিত্ব, শিল্পী, ও বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ছবি আকার ফাঁকে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রদর্শিত প্রামাণ্য চিত্র ‘হৃদয়ে বঙ্গবন্ধ’ু শিশুদের মুগ্ধ করে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বাঙ্গালির জাতীয়তাবোধের চূড়ান্ত স্বপ্নপূরণে জাতির পিতার অসীম আত্মত্যাগের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে এদের হাত ধরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে বাংলাদেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও বিভিন্ন স্বাধীকার আন্দোলনে আত্মত্যাগকারী শহিদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দূতাবাসের প্রথম সচিব শাকিল শাহরিয়ার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।