আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের প্রকোপ

আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের প্রকোপ

জানুয়ারির প্রথম থেকেই বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। মাঘের শীতের মধ্যেই গত দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঘনকুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। শীতের কাঁপুনি থেকে বাদ যায়নি রাজধানী ঢাকাও। দিনে রোদের দেখা মিললেও নেই তাতে উত্তাপ। শীতের এমন অবস্থা জানুয়ারি জুড়েই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। এর ফলে তাপমাত্রা কমে আজ শনিবার থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। সেই সঙ্গে সারা দেশে শীতের অনুভূতিও আজ থেকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পরিবেশ শীর্ষ সংবাদ