ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে খুব কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাচ্ছে। এতে এই সড়ক ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীরা খুশি। যান চলাচলের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পর এই পথে ক্রমেই গাড়ির চাপ বাড়ছে। ব্যক্তিগত গাড়িগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহার করায় নিচের সড়কগুলোতে গাড়ির চাপ কমছে। একই সঙ্গে নতুন করে এফডিসির সামনের র্যাম্প নির্মাণকাজ শেষের দিকে। শিগগির চালু হলে ফার্মগেটের অনেক চাপ কমে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনে ২২ হাজার ৮০৫টি গাড়ি এই পথ ব্যবহার করেছে। পরদিন ব্যবহার করেছে ২৭ হাজার ১২১টি গাড়ি। এর পরদিন ব্যবহার করেছে ৩০ হাজার ৯১৯টি গাড়ি। এরপর ক্রমেই বাড়ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবহৃত গাড়ির সংখ্যা। ২৭ সেপ্টেম্বর ৩৬ হাজার ৯০৬টি গাড়ি এক্সপ্রেসওয়ে পারাপার হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ক্রমান্বয়ে গাড়ির সংখ্যা বেড়েছে। গত ২০ জানুয়ারি পর্যন্ত এক দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা সর্বোচ্চ গাড়ির সংখ্যা ৪১ হাজার ৫৮৮টি। এখন পর্যন্ত গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি গাড়ি ব্যবহার করছে এক্সপ্রেসওয়ে।বিস্তারিত