শিকাগোতে বাড়িতে ঢুকে গুলি, নিহত ৭

শিকাগোতে বাড়িতে ঢুকে গুলি, নিহত ৭

ডয়চে ভেলে

আবারও রক্তাক্ত যুক্তরাষ্ট্র। শিকাগোর দুইটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছে এক যুবক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম রোমিও ন্যান্স এবং সে এখনো পলাতক রয়েছে। ন্যান্সের ছবি ও তাঁর গাড়ির ছবি প্রকাশ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কেউ তাঁকে বা গাড়িটি দেখলে যেন সঙ্গে সঙ্গে তাদের জানানো হয়। পুলিশ জানিয়েছে, ন্যান্সের বয়স ২৩ বছর।
ন্যান্স একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলের পাশেই সে থাকত।

ন্যান্স সশস্ত্র ও বিপজ্জনক বলেও জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। গান ভায়োলেন্স আর্কাইভের দেওয়া হিসাবে, জানুয়ারির প্রথম তিন সপ্তাহে বন্দুকধারীর গুলিতে প্রচুর মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বন্দুক রাখার ক্ষেত্রে কড়াকড়ির জন্য আইন পাস করতে বলেছিলেন কংগ্রেসকে, কিন্তু রিপাবলিকানরা এই কড়াকড়ি করতে চায় না।

ফলে কঠিন আইনও হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মানুষের হাতে প্রচুর বন্দুক রয়েছে। কিছু মানুষ তার যথেচ্ছ ব্যবহার করছেন, ফলে অনেক মানুষ নিহত হচ্ছেন।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ