বিশ্বকাঁপানো বিয়ে বিচ্ছেদ

বিশ্বকাঁপানো বিয়ে বিচ্ছেদ

বিয়ে বিচ্ছেদ নানা কারণে সংবাদপত্রের শিরোনাম হতে পারে। কখনো কখনো অনুপ্রেরণীয় ব্যক্তি কিংবা জনপ্রিয় সেলিব্রেটি দম্পতির কারণে শব্দটি বেশি উচ্চারিত হয়ে থাকে। সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদের খবরে আবারও শব্দটি আলোচনায় এলো।  বিল গেটস থেকে জেফ বেজোস, কেভিন কস্টনার থেকে কিম কার্দিশিয়ান বা ব্র্যাড পিটের মতো সেলিব্রেটিদের আলোচিত বিয়ে বিচ্ছেদ নিয়ে আজকের রকমারি…

 

২৭ বছরের সংসারের পর বিচ্ছেদের পথে হাঁটলেন গেটস দম্পতি

 

খরচ এখনো অজানা

১৯৮৭ সালে মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মেলিন্ডা যোগ দেন। এক পার্টিতে তাঁর সঙ্গে আলাপ হয় গেটসের। তখন থেকে উড়ে এলো প্রেম। টানা সাত বছর প্রেমে হাবুডুবু খেলেন তারা। অবশেষে ১৯৯৪ সালে বিল গেটস ও মেলিন্ডা অ্যান ফ্রেঞ্চ বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ২৭ বছর পর ২০২১ সালের ৩ মে  হঠাৎ নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা, ধনকুবের বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস। তিন সন্তানের জনক-জননী তারা। আকস্মিক এই ঘোষণায় বিশ্ববাসী হতবাক। আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিজেদের মধ্যে বিচ্ছেদ-সংক্রান্ত চুক্তি করেছেন তাঁরা। এক বিবৃতিতে বিল ও মেলিন্ডা জানান, বিচ্ছেদের পরও মানুষের সহায়তায় একসঙ্গেই গেটস ফাউন্ডেশনের কাজ এগিয়ে নেবেন তাঁরা। গেটস ফাউন্ডেশনের মোট সম্পদ ৪০ বিলিয়ন ডলার।  অন্যদিকে বিল গেটসের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫০ কোটি ডলার। তবে গেটস দম্পতির বিচ্ছেদ চুক্তি কত? তা নিয়ে এখনো খোলাসা করেননি তারা।বিস্তারিত

লাইফ স্টাইল শীর্ষ সংবাদ