বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই অন্যান্য নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যে কোনো সময় এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর মার্চে রোজার মধ্যে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে ইসিতে। আগামী ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে ৯ মার্চ কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচন; ময়মনসিংহ সিটিতে সাধারণ নির্বাচন এবং একই দিনে ২৩৩ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া মার্চে রোজার মধ্যে তফসিল ঘোষণা হবে উপজেলা নির্বাচনের। পরে চার-পাঁচ ধাপে এ নির্বাচন শেষ করেই অন্যান্য আটকে থাকা নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইসির কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালজুড়েই বিভিন্ন নির্বাচন রয়েছে। তাই এই বছরকে নির্বাচনি বছর হিসেবেই দেখছে ইসি। নির্বাচন কমিশন আটকে থাকা বিভিন্ন নির্বাচনের তালিকা তৈরি করছে। এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে এক যুগ থেকে আটকে থাকা নির্বাচনও শেষ করেছে। তাই আগামীতে ইউনিয়ন; পৌরসভা; জেলা পরিষদে যেসব নির্বাচন আটকে আছে সেগুলো করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।বিস্তারিত