রাজধানীর উত্তরায় দেশের ইতিহাসে সর্ববৃহৎ কোকেনের চালান জব্দের পর তোলপাড় শুরু হয়েছে নানা দফতরে। নড়েচড়ে বসেছেন দায়িত্বশীলদের অনেকেই। ফের উঠে এসেছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা দুর্বলতার কারণেই এখনো বাংলাদেশকে রুট হিসেবে ভীষণ পছন্দ আন্তর্জাতিক চোরাচালান মাফিয়াদের। এ কারণে গত পাঁচ বছরে অন্তত ১৫টি কোকেনের বড় চালান বাংলাদেশে নিয়ে এসেছে মাদক মাফিয়ারা। সীমান্ত পার হয়ে মাদকের এসব চালানের গন্তব্য ছিল পার্শ্ববর্তী দেশ। কোকেন কাণ্ডে সর্বশেষ সাতজন গ্রেফতার হলেও আরও অন্তত পাঁচ দেশি-বিদেশি নাগরিক নজরদারিতে রয়েছেন। যাচাই-বাছাই করা হচ্ছে তাদের সম্পর্কে প্রাপ্ত নানা তথ্য-উপাত্ত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) পরিচালক (গোয়েন্দা ও অপারেশন) তানভীর মমতাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা মাত্র শুরু। আমরা সামর্থ্যরে পুরোটাই দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে এখন কোনো মন্তব্য নয়। জানা গেছে, গত ২৪ জানুয়ারি উত্তরা থেকে দুই দফায় সাড়ে আট কেজি কোকেন উদ্ধারের ঘটনায় গ্রেফতার বিদেশি নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে অবহিত করা হয়েছে পুলিশ সদর দফতরে থাকা আন্তর্জাতিক পুলিশ সংস্থার বাংলাদেশ শাখা ‘এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) ঢাকা’র মাধ্যমে। কোকেনের চালানগুলো কোন কোন দেশ হয়ে বাংলাদেশে এসেছে সেই দেশগুলোর এনসিবিকে অবহিত করতে এনসিবি, ঢাকার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর সূত্র। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেফতারদের আর্থিক লেনদেনের ইতোমধ্যে নানা প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে প্রযুক্তির সহায়তা এবং গ্রেফতারদের জবানিতে অনেকের নাম উঠে এসেছে। এখন তাদের গতিবিধি, আর্থিক লেনদেন, কর্মকাণ্ড সম্পর্কে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষায়িত ইউনিট ‘বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’-এর (বিএফআইইউ) সহায়তা নেওয়া হচ্ছে।বিস্তারিত