সবকিছুই করবে অ্যাপ!

সবকিছুই করবে অ্যাপ!

বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এমন পাঁচটি অ্যাপ গবেষণা সুস্পষ্ট করেই বলা যায়, সারাবিশ্বের প্রায় প্রত্যেক ডিজিটাল নাগরিকই এখন অ্যাপ ব্যবহার করছেন। তাও আবার একটি-দুটি নয়; একাধিক অ্যাপ। অর্থাৎ পুরো ডিজিটাল জনসংখ্যাই এখন অ্যাপ নিয়ন্ত্রিত। বিশ্বের বহু দেশে এখনই অ্যাপ ছাড়া কিছুই করা যায় না। লিখেছেন সাব্বিন হাসান

অ্যাপ দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য করছে গুগল। অ্যাপ ডাউনলোডের পরিসংখ্যানই তা সুস্পষ্ট করছে। ঠিক তার পরেই দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হচ্ছে ইনস্টাগ্রাম। অ্যানালিস্ট প্ল্যাটফর্ম অ্যাপ রিপোর্ট বলছে, গুগল অ্যাপটি এখন পর্যন্ত প্রায় ৪৫ কোটি বার ডাউনলোড করা হয়; যার মধ্যে শুধু ২০২৩ সালেই অ্যাপটি চার কোটি বার ডাউনলোড করেছেন গ্রাহকরা।

সর্বশেষ বছরের পরিসংখ্যানে প্রকাশ, অ্যাপ জনপ্রিয়তার প্রধানতম মাপকাঠি হচ্ছে তা কী পরিমাণ ডাউনলোড করা হয়। প্রকাশিত ওই তালিকায় শীর্ষেই আছে গুগল। অ্যাপ দুনিয়ায় প্রতিনিয়ত নিত্যনতুন ভাবনা যুক্ত হচ্ছে। বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি ছাড়িয়ে গেছে অ্যাপের দাপট। সামনের সময়ে যা আরও বড় পরিবর্তনের সঙ্গে অপ্রতিরোধ্য বাণিজ্যের কথাই বলে দিচ্ছে।

অন্যদিকে, ইনস্টাগ্রাম যেন গুগলকে ছুঁইছুঁই করছে। সর্বশেষ বছরে ইনস্টাগ্রাম অ্যাপটি প্রায় ৩০ কোটি বার ডাউনলোড করা হয়। খবরের সূত্র বলছে, তৃতীয় স্থানে আছে ভারতের অ্যাপ রিলায়েন্স জিও। মুকেশ আম্বানির মালিকানাধীন অ্যাপটি এখন পর্যন্ত প্রায় ২৭ কোটি বার ডাউনলোড করা হয়। তবে লক্ষণীয় বিষয়, শুধু ২০২৩ সালেই অ্যাপটি ১ কোটি ৮০ লাখ বার ডাউনলোড করেন গ্রাহকরা। পরিসংখ্যানের দিকে দৃষ্টি রাখলে জনপ্রিয়তার বিষয়টি আরও খানিকটা সুস্পষ্ট হবে।বিস্তারিত

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ