মহানায়কের দুই সন্তান, গৌতম ও সোমা। তারাও চেয়েছিলেন রুপালি পর্দায় আসবেন, বাবার মতো অভিনয়ে আলো জ্বালাবেন। কিন্তু বাবার আপত্তির কারণেই তারা এ জগতে আসতে পারেননি। কিন্তু কেন? সে কথাই জানাচ্ছেন – আলাউদ্দীন মাজিদ
গৌতমকে সরাসরি না
তিনি অমর। কত নায়ক এসেছেন বা গিয়েছেন কিন্তু কেউ উত্তম কুমারের মতো হয়ে উঠতে পারেনি। তার নাতি গৌরব চট্টোপাধ্যায়ও সিনেমা জগতে পা রেখেছেন। সিরিয়াল করে তিনি ভালো সুনাম অর্জন করেছেন। কিন্তু সিনেমাতে তিনি তেমন পাত্তা পাননি। নাতি অভিনয়ে এলেও ছেলে গৌতম চট্টোপাধ্যায়কে কোনোদিন টালিগঞ্জ পাড়ায় যেতে দেননি উত্তম কুমার। এর পেছনে ছিল একটি গভীর তাত্ত্বিক বোধ।
কেন আপত্তি করেছিলেন?
পড়াশোনা শেষ করার পর বাবার মতো গৌতম চট্টোপাধ্যায় সিনেমায় আসার কথা ভেবেছিলেন। উত্তম কুমারের বিরাট স্টারডম দেখে নিজেও হিরো হওয়ার স্বপ্ন দেখতেন। ভেবেছিলেন বাবার পথেই এগিয়ে যাবেন। আসলে উত্তম কুমারের মতো নায়ক হওয়ার স্বপ্ন তখন অনেক যুবক দেখত। গৌতমও তাদের মধ্যে একজন। সেই ভাবনা নিয়ে বাবা উত্তম কুমারের কাছে গিয়েছিলেন তিনি। বাবার সঙ্গে আলোচনা করেই এগোতে চেয়েছিলেন। সিনেমার অফার যে আসেনি তাও নয়। ‘অন্ধ অতীত’ নামের একটি ছবি দিয়ে ডেবিউ করার কথা ছিল গৌতমের। এ নিয়েই বাবার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন। কিন্তু বাবার পরামর্শ তাকে হতাশ করে। সবকিছু শুনে বাবা উত্তম কুমার ছেলেকে সিনেমা থেকে সরে আসতে বলেন। বাবার কথা শুনে আকাশ থেকে পড়েন গৌতম।বিস্তারিত