ঢাকায় ভাঙাগড়ার খেলা রাস্তা সংস্কারের পরই চলে খোঁড়াখুঁড়ি, আবার সংস্কার

ঢাকায় ভাঙাগড়ার খেলা রাস্তা সংস্কারের পরই চলে খোঁড়াখুঁড়ি, আবার সংস্কার

রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলছে ভাঙা গড়ার খেলা। কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি করপোরেশন সড়ক খোঁড়াখুঁড়ি করছে। কোথাও আবার স্যুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা রাস্তা কাটছে। আবার কোথাও বিদ্যুতের লাইন ও ইন্টারনেট ক্যাবল মাটির নিচে নিতে রাস্তা কাটছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। কোথাও আবার সড়কে তিন মাস আগে কাজ শেষ করে সংস্কার হয়ে নতুনভাবে আবার খোঁড়াখুঁড়ি চলছে। আবার কোথাও দুই থেকে তিন মাস রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। এভাবে চলছে বিভিন্ন সংস্থার ভাঙা গড়ার খেলা।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর উত্তর বাড্ডা এলাকার গোপিপাড়া সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এক মাস হতে চললেও ড্রেনেজ সংস্কারের কাজ এখনো শেষ হয়নি। এ সড়কটি বনানী লেক সড়ক ও রামপুরা-বাড্ডা সড়কের সঙ্গে সংযোজিত। দীর্ঘদিন ধরে সড়ক কেটে রাখার ফলে পরিবহন চলাচলে যেমন ভোগান্তি হচ্ছে তেমনি মানুষ চলাচলেও। স্থানীয় বাসিন্দারা বলছেন, কাছাকাছি এলাকায় এত সড়কে একসঙ্গে কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কারণে বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া মধুবাগ এলাকার ওলন রোডসহ কয়েকটি সড়কে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। ড্রেনেজ, বিদ্যুৎসহ কয়েকটি সংস্থার রাস্তা কেটে সংস্কার চলছে। দীর্ঘদিন কাজ চলতে থাকায় এ এলাকার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। কোনো গাড়ি বা রিকশা চলাচল করতে পারছে না। একই সঙ্গে হেঁটে চলাও দায় হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা সড়কটির বা পাশে খুঁড়ে বিদ্যুতের লাইন ভূগর্ভস্থ করা হচ্ছে। সড়কটির এক পাশে খননের ফলে মূল সড়কটি ছোট হয়ে গেছে। বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ