নিজস্ব প্রতিবেদক, রংপুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের বলেছেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যে বৃদ্ধি পাচ্ছে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার।
আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে নগরীর সেনপাড়া দি স্কাইভিউয়ে নিজ বাসায় কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদককে একান্ত সাক্ষাৎকারে জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘দেশের বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করা হয়।
কয়েকজন হাতে গোনা ব্যবসায়ী এই সম্পূর্ণ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। এই সিন্ডিকেটের কাছে সরকারও জিম্মি। ওরা সরকারের চেয়ে শক্তিশালী মনে হচ্ছে। তারা সবাই সরকারের নীতিনির্ধারণের সঙ্গে বিভিন্নভাবে জড়িত।
ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সরকারের ইচ্ছায় নয়, তাদের ইচ্ছায় হচ্ছে। সে কারণে সরকার জনগণকে যে সেবা দিতে চাইছে তা দিতে পারবে না। ফলে আপাতত জনগণের দুর্ভোগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘সরকার চাইলেও কোনোভাবেই এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
তবে সংসদের বিরোধী দল জোর দাবি জানাবে, যাতে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ করে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষ ভীষণ কষ্টে আছে। আয়-উপার্জন যা হচ্ছে খরচ তার চেয়ে বেশি হচ্ছে, দিন দিন তা বাড়ছে।’
রমজান উপলক্ষে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অনেক ধরনের কর মওকুফ করে দেওয়া হবে, বিভিন্নভাবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করছেন।’
এ সময় জাপার চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্য নেতৃবৃন্দ।