রিমান্ডে মুখ খুলতে শুরু করেছে খুনিরা। বেরিয়ে আসছে রহস্যময় নাম। রাজনীতিবিদ থেকে প্রভাবশালী, বাদ যাচ্ছেন না যেন কেউই। তবে এরা আদৌ জড়িত কি না, তাতে গোয়েন্দাদের সন্দেহ রয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত না হয়ে এখনই কিছু বলতে চাইছেন না গোয়েন্দাকর্তারা। তবে ভয়ংকর এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহিনকে আইনের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ। পুলিশ বলছে, মাস্টারমাইন্ড শাহিনকে জিজ্ঞাসাবাদ করা গেলে অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। অন্যদিকে, চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে শিগগিরই কলকাতা যাবে গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে গতকাল বলেছেন, তদন্তে এখন পর্যন্ত উঠে এসেছে ষড়যন্ত্রকারী একজনের নাম। বাকিরা সব ভাড়াটে। ঘটনার মোটিভ সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। দু-এক দিনের মধ্যেই আমরা তাকে আইনের আওতায় আনতে ইন্টারপোলের সহায়তা চাইব। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ এবং ভারতের পুলিশ এ ঘটনার তদন্ত করছে। লাশ উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। শিগগিরই আমাদের তিন সদস্যের একটি দল ভারতে যাবে। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান।বিস্তারিত