গতিপথ পরিবর্তন করল রিমাল

গতিপথ পরিবর্তন করল রিমাল

 

 

অনলাইন ডেস্ক

গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় নিম্নচাপ, শনিবার দুপুরে এটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এরপর সন্ধ্যায় রূপ নেয় ঘূর্ণিঝড়ে। রবিবার (২৬ মে) সকালে এটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় ‘রিমাল’ একাধিকবার গতিপথ পরিবর্তন করে আঘাত হানতে শুরু করছে।

সন্ধ্যা ৬টার পর বাংলাদেশ ও ভারতের উপকূল অতিক্রম করতে শুরু করেছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে সরছে এবং এটি আরো উত্তরে অগ্রসর হচ্ছে।

রবিবার রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মোংলা বন্দরের পাশ দিয়ে অতিক্রম করবে। রবিবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে প্রবল এ ঘূর্ণিঝড়টি।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার রাত থেকে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় আজ রাত থেকে বৃষ্টি শুরু হবে। কাল সারা দিন এই বৃষ্টি থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে। রবিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জাতীয় শীর্ষ সংবাদ