হামলা সংঘর্ষ বর্জনের ভোট উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপেও সহিংসতা, ভোটার উপস্থিতি কম

হামলা সংঘর্ষ বর্জনের ভোট উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপেও সহিংসতা, ভোটার উপস্থিতি কম

 

নিজস্ব প্রতিবেদক

 

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও সংঘাত-সহিংসতা ও অনিয়মের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ধাপে গতকাল দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারও ভোটার উপস্থিতি ছিল কম।

ভোটগ্রহণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। হামলা হয়েছে প্রার্থীর ওপরও। এ ছাড়া জালভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।

অনিয়মের অভিযোগে বেশ কয়েকজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। নানা অনিয়মে আটক হয়েছেন অনেকে, কারাদন্ড দেওয়া হয়েছে কয়েকজনকে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফেনীতে প্রিসাইডিং অফিসারসহ আটক হয়েছেন ১৪ জন। ফরিদপুরে জালভোট দেওয়ায় একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে পোলিং কর্মকর্তার ‘প্রক্সি’ দিতে গিয়ে আটক হয়েছেন একজন। শ্রীমঙ্গলে অনিয়মের অভিযোগে চার সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। ব্যাপক জালভোটের অভিযোগ উঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে রংপুরে। হবিগঞ্জ সদরে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে একজন সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। কেন্দ্রের গোপন পক্ষে সিল দেওয়া ব্যালটসহ সেলফি দিয়ে আটক হয়েছেন কয়েকজন। সুনামগঞ্জের দোয়ারাবাজারে কেন্দ্রে চাকু নিয়ে প্রবেশ করায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে প্রকাশ্যে সিল দিয়ে ব্যালটের ছবি তোলা, জালভোট প্রদানসহ নানা অনিয়মের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

রাজশাহী : রাজশাহীর পবা ও মোহনপুরে মোট ছয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও দুপুরে দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে মোট ১৩ জন আহত হয়েছেন। মোহনপুরে ১২ ও পবায় একজন। জানা গেছে, পবা উপজেলার পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলু ও ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদুল হকের সমর্থকদের মধ্যে ভোট দেওয়া কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এতে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহনপুর উপজেলার সিংহমারা, হাটরা, মহিশকুন্ডি কেন্দ্রের বাইরে আনারস ও কাপপিরিচের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে। রংপুর : সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের (আনারস) ওপর হামলার অভিযোগ উঠেছে। দুপুরে সদর উপজেলার মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ন্যায়বিচার ও ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রার্থী ইকবাল হোসেন কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের (হেলিকপ্টার) কর্মী-সমর্থকরা এ হামলা করেন বলে অভিযোগ করেন ইকবাল হোসেন। সুনামগঞ্জ : দোয়ারাবাজারে কেন্দ্রে চাকু নিয়ে ঢোকায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে চারজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন শ্রীমঙ্গল ইউপি অফিস কেন্দ্রে মিরা শীল ও অঞ্জন দেব, হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশান্ত কুমার দেব এবং মাতৃছায়া শিশুকানন কেজি স্কুল কেন্দ্রে অঞ্জনা বাউথ। এ বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার। সাতক্ষীরা : কলারোয়ায় কেন্দ্রে যাওার সময় ভোটারদের বাধা প্রদান ও সদ্যবিদায়ী উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের ঘোড়া প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম আলতাব হোসেনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদের ওপরও চড়াও হন আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে পুলিশ আনারস প্রতীকের পাঁচ কর্মীকে আটক করে। বগুড়া : সদর উপজেলায় ঘোড়া ও মোটরসাইকেল প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ভোটের দিন সকালেই শহরের ঠনঠনিয়া মাদ্রাসা, ভিটিটিআই, ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হয়। ফেনী : বিভিন্ন কেন্দ্র থেকে এক সহকারী প্রিসাইডিং অফিসার, এক পোলিং এজেন্টসহ ১৪ জনকে আটক করা হয়। সদর উপজেলায় জালভোট প্রদানের দায়ে পৌর এলাকার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ছয়জন, পিটিআই কেন্দ্র থেকে একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও একজন পোলিং এজেন্টকে আটক করেন জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট। পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তাকে আটক করা হয়। দাগনভূঞায় জালভোট দিতে এসে চার কিশোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নীলফামারী : নীলফামারীতে কেন্দ্রের গোপন বুথে সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার। সকালে শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেন মাসুদ। মাসুদ সরকারের মোবাইলে কল দিলে তিনি, ‘বিষয়টি আমি বুঝতে পেরেছি’ এ কথা বলেই কল কেটে দেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন।

সিলেট : বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় ধাপের নির্বাচন। দুপুর সোয়া ১২টার দিকে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল লোক ঢুকে জালভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। তাদের বাধা দিতে গিয়ে একজন আনসার সদস্য আহত হন। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা হয় পাঁচজনকে। বালাগঞ্জ উপজেলার ডি এন উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে গতকাল প্রকাশ্যে সিল দিয়ে ব্যালটের ছবি তোলা, জালভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আশুগঞ্জে চারজন, বাঞ্ছারামপুরে দুজন। এ ছাড়া বড়তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে নিজের সিল দেওয়া ব্যালটের ছবি তোলায় আমির হোসেন (৩৮) নামে একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। কিশোরগঞ্জ : সহিংসতার কারণে ইটনা উপজেলার একটি কেন্দ্রের ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ রাখা হয়। আর বাতিল করা হয় ৬০০ ব্যালট পেপার। করিমগঞ্জ উপজেলার একটি কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন আহত হন।

শীর্ষ সংবাদ সারাদেশ