আবু নাঈম রিপন, শিবপুর (নরসিংদী) ঃ শিবপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় ২৪ মার্চ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারে সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে এক মত বিনিময় সভা করেছেন। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আরিফ-উল-ইসলাম মৃধা, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, ওসি (তদন্ত) মোল্লা আজিজুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, জয়নগর ইউপি চেয়ারম্যান মোঃ নাদিম সরকার, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহম্মেদ, আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিপ্লব চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন ভূইয়া ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক এর সঞ্চালণায় সভায় শুভেচ্ছা বক্তব্যে ইউএনও শীলু রায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ ভাবে পালন করার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।