কক্সবাজারের টেকনাফ থেকে আলাদা একটি দ্বীপ সেন্টমার্টিন। বুধবার রাত ১০টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত উপজেলার নাফ নদের এপারের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও আশপাশ এলাকায় ভারী অস্ত্র ও গোলা বিস্ফোরণের শব্দ একের পর এক ভেসে আসে। গত এক সপ্তাহে মিয়ানমার থেকে অন্তত পাঁচ-ছয় বার গুলি ছুড়েছে সেন্টমার্টিনগামী নৌযানে। আতঙ্কে বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌরুট। একদিকে খাদ্যসংকটের সঙ্গে প্রবালদ্বীপের প্রায় ১০ হাজার মানুষ, অন্যদিকে বিস্ফোরণের বিকট শব্দে নাফ সীমান্তের মানুষ। সীমান্তের নিকটবর্তী নাফে ভিড়ে আছে মিয়ানমারের যুদ্ধজাহাজ। দেশবাসীর প্রবল উৎকণ্ঠা-কী হচ্ছে নাফ সীমান্তে?
সীমান্তের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুঝতে পারছে না গুলি মিয়ানমার জান্তা, নাকি বিদ্রোহীরা করছে। ফলে কোনো পদক্ষেপ নিতে পারছে না তারা। এরই মধ্যে বুধবার মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফ ও সেন্টমার্টিন। এ কারণে সীমান্তের কয়েক গ্রামের আতঙ্কিত মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।বিস্তারিত