রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুনে পুড়ল শতাধিক দোকান

রাজধানীর মালিবাগের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মালিবাগ কাঁচাবাজারের অধিকাংশ দোকান পুড়েছে। আগুনে দোকানোর মধ্যে থাকা মাছ কিংবা গরু-ছাগলও পুড়েছে।

এর আগে, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসা ভবনে আগুন লাগে। রাত ১২টার দিকে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত ১টার পর নিয়ন্ত্রণে আনে।

জাতীয় শীর্ষ সংবাদ