রাইড শেয়ারিং বন্ধের দাবি জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির

Sangathan Sangbad

Attachments4:34 AM (15 hours ago)

to me

Translate message
Turn off for: Bangla

জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু এক বিবৃতিতে বলেন অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং এর ৯৯ ভাগই সড়কে শৃঙ্খলা মানে না । বেপরোয়া গতিতে তারা গাড়ি চালায়। প্রযুক্তির অপব্যবহার নিয়ন্ত্রণের সক্ষমতা বা নিয়ন্ত্রণ করার বিআরটিএর নাই। আবার বিটিআরসির থাকলেও নিয়ন্ত্রণ সংস্থা না হওয়ায় তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। সাম্প্রতিক সময়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হওয়াতে আমাদের কিছুটা বোধদয় হয়েছে। উন্নত অনেক দেশে রাইড শেয়ারিং নিষিদ্ধ রয়েছে। অথচ আমাদের দেশে যথাযথ প্রশিক্ষণ না দিয়েই সড়কে রাইড শেয়ারিং পরিচালনা করতে দেওয়া হয়েছে। তাছাড়া চট্টগ্রামে একজন নারী রাইড শেয়ারিং এর চালক দ্বারা ধর্ষিত হওয়ার ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এছাড়া ছিনতাই ও নারী শ্লীলতা হানির ঘটনাও রয়েছে অসংখ্য। বুলু আরও বলেন- এদের কারণে ঢাকা শহরে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এরা প্রায়ই ফুটপাতের ওপর দিয়ে গাড়ি চালায় |

জাতীয় শীর্ষ সংবাদ