১০ মিনিটের পথ আড়াই ঘণ্টায়

১০ মিনিটের পথ আড়াই ঘণ্টায়

মুগদা, কমলাপুর থেকে যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছাতে পড়তে হচ্ছে ভয়াবহ যানজটে। এ দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। ১০ থেকে ২০ মিনিট লাগার কথা থাকলেও ২ থেকে আড়াই ঘণ্টা লাগছে। অন্যদিকে ফ্লাইওভারের ওপর বিভিন্ন স্পটে বাস থামিয়ে যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো তীব্র করছে পরিস্থিতি। আবার ফ্লাইওভার কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও পুলিশের অবহেলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী যাত্রীদের। এ ফ্লাইওভারে ওঠানামার রাস্তা, টোল প্লাজা ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, টোল প্লাজায় ধীরগতিতে টোল আদায়ের কারণে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হচ্ছে। একদিকে যানবাহনের এ লাইন কমলাপুর পেরিয়ে চলে যাচ্ছে। আবার টোল দেওয়ার পরও সামনে এগোতেই গুলিস্তান পয়েন্টে যানজটে আটকে যাচ্ছে। সব মিলে মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পার হতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় হচ্ছে।

পুলিশের স্বল্পতাকেও দায়ী করছেন অনেকে। আবার মেট্রোরেল এবং আন্ডারপাস নির্মাণের কারণেও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ