সাংবাদিকতায় এআই, কোটি ডলার দিচ্ছে মাইক্রোসফট, ওপেনএআই

সাংবাদিকতায় এআই, কোটি ডলার দিচ্ছে মাইক্রোসফট, ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি ঘোষণা করা এই প্রকল্পে ওপেনএআই ও মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধেছে যুক্তরাষ্ট্রের ‘লেনফেস্ট ইনস্টিটিউট অফ জার্নালিজম’।

বার্তাকক্ষে বিভিন্ন নতুন এআই টুল চালু করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্পে অনুদান দিচ্ছে মাইক্রোসফট ও ওপেনএআই।

‘শিকাগো পাবলিক মিডিয়া’, ‘মিনেসোটা স্টার ট্রিবিউন’, ‘নিউজডে’ (নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকার প্রকাশনা), ‘দ্য ফিলাডেলফিয়া ইনকয়্যারার’ ও ‘সিয়াটল টাইমস’, এ কয়টি সংবাদমাধ্যমকে কোম্পানি দুটি এক কোটি ডলার পর্যন্ত অনুদান দেবে।

এই অর্থে নিজেদের কাজে এআই ব্যবহার করে এ সংশ্লিষ্ট প্রকল্পের বিকাশ ও পত্রিকাগুলোর ব্যবসায়িক স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকাশনা দুই বছরের জন্য একজন করে ‘এআই ফেলো’ নিয়োগ দেবে। এ অনুদানের দ্বিতীয় দফায় এ আর্থিক তহবিল পেতে পারে আরও তিনটি প্রকাশনা।

এদিকে, ওপেনএআই ও মাইক্রোসফট, দুই কোম্পানিই সরাসরি ২৫ লাখ ডলার করে অনুদান দেওয়ার পাশাপাশি সফটওয়্যার এবং এন্টারপ্রাইস ক্রেডিট বাবদ আরও ২৫ লাখ ডলার করে দেবে বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে।

সম্প্রতি ঘোষণা করা এই প্রকল্পে ওপেনএআই ও মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধেছে যুক্তরাষ্ট্রের ‘লেনফেস্ট ইনস্টিটিউট অফ জার্নালিজম’।

এখন পর্যন্ত, সাংবাদিকতা ও এআই প্রযুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ এমনকি মামলাও হতে দেখা গেছে। ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে এরইমধ্যে মামলা করেছে ‘সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’, ‘নিউ ইয়র্ক টাইমস’, ‘ইন্টারসেপ্ট’, ‘র স্টোরি’ ও ‘অলটারনেট’।

কিছু কিছু প্রকাশনা চ্যাটজিপিটি’র বিরুদ্ধে তাদের নিবন্ধ চুরির অভিযোগ তুলেছে। এ ছাড়া, অনুমতি বা ভর্তুকি ছাড়াই ওয়েব কনটেন্ট থেকে এআই মডেল প্রশিক্ষণ দেওয়া নিয়েও মামলার মুখে পড়েছে চ্যাটবটটি।

তবে, ‘কন্ডে নাস্ট’সহ কয়েকটি মিডিয়া আউটলেট অবশ্য ওপেনএআইয়ের সঙ্গে নিজস্ব কনটেন্টের স্বত্ব নিয়ে দর কষাকষি করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, নিজেদের প্রথম প্রধান অর্থনীতিবিদ হিসেবে অ্যারন চ্যাটার্জিকে নিয়োগ দিয়েছে ওপেনএআই, যিনি ডিউক ইউনিভার্সিটি’র ‘ফুকোয়া স্কুল অফ বিজনেস’-এর অধ্যাপক। এ ছাড়া, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারা

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ