কীভাবে হবে নির্বাচন কমিশন গঠন হচ্ছে সার্চ কমিটি, নতুন ইসি করবে নতুন ভোটার তালিকা, অধ্যাদেশের চিন্তা

কীভাবে হবে নির্বাচন কমিশন গঠন হচ্ছে সার্চ কমিটি, নতুন ইসি করবে নতুন ভোটার তালিকা, অধ্যাদেশের চিন্তা

নির্বাচন কমিশন-ইসি গঠনে দ্রুত সার্চ কমিটি গঠন করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী মাসের মধ্যে ইসি গঠন হতে পারে। আওয়ামী লীগ সরকারের তৈরি করা আইন বাদ দিয়ে অধ্যাদেশ জারি করে নতুন ইসি গঠনের চিন্তা করা হচ্ছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন অগ্রাধিকার ভিত্তিতে ইসি গঠনে আইন সংস্কারের বিষয়ক প্রস্তাবনা তৈরি করছে। সরকার চাইলে যে কোনো সময় তারা এই বিষয়ে সুপারিশ জমা দিতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আগে থেকেই ইসি গঠনে বিদ্যমান আইনকে ত্রুটিপূর্ণ বলে আসছেন। এ বিষয়ে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইসি নিয়োগ আইনের একটি খসড়া তৈরি রয়েছে। সরকার চাইলে আমরা দিতে পারব।

সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন গঠনের আইন সংস্কার করে ইসি পুনর্গঠনের চিন্তা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তবে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন দেওয়ার চাপ; ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে দ্রুত ইসি গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ ছাড়া সার্চ কমিটি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে সরকার।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ