ভোটের জটিল হিসাবে দুই প্রার্থী ♦ ভাগ্য ঝুলছে অঙ্গরাজ্যের ভোটে ♦ কমলায় ঝুঁকেছেন শ্বেতাঙ্গ নারীরা ♦ ট্রাম্পে সমর্থন হিসপ্যানিকদের

ভোটের জটিল হিসাবে দুই প্রার্থী ♦ ভাগ্য ঝুলছে অঙ্গরাজ্যের ভোটে ♦ কমলায় ঝুঁকেছেন শ্বেতাঙ্গ নারীরা ♦ ট্রাম্পে সমর্থন হিসপ্যানিকদের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ মূল দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে বিজয়ী হতে পারেন- তা কোনোভাবেই ধারণা করা যাচ্ছে না। জনমত জরিপে দুজনেই প্রায় সমান সমান রয়েছেন। যদিও শেষ খবর অনুযায়ী, মাত্র এক পয়েন্টে এগিয়ে আছেন কমলা। তবে এই পয়েন্ট ঘনঘন ওঠানামাও করছে। এদিকে নির্বাচন বিশ্লেষকরা বলছেন, দুই প্রার্থীর ভাগ্যই ঝুলছে অঙ্গরাজ্যগুলোর ফলাফলের ওপর। এ ছাড়া শেষ মুহূর্তে খবর পাওয়া গেছে, শ্বেতাঙ্গ নারী ভোটাররা হঠাৎ করেই কমলা হ্যারিসের দিকে ঝুঁকেছেন এবং হিসপ্যানিক পুরুষরা ঝুঁকেছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে।

মার্কিন সংবিধানের অধীন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জটিল ইলেকটোরাল কলেজ ব্যবস্থার অধীন প্রতিটি অঙ্গরাজ্যে জনসংখ্যার ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক ইলেকটর (নির্বাচক) থাকেন। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৮টির জন্য নিয়ম হলো- যিনি পপুলার ভোটে (সাধারণ নাগরিকদের ভোট) জিতবেন, তিনিই সে অঙ্গরাজ্যের সব কটি ইলেকটোরাল ভোট পাবেন; সেখানে পপুলার ভোটের ব্যবধান যত কমই হোক না কেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে জয়ী হওয়ার জন্য ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট পেতে হবে। আর এ ক্ষেত্রে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো বড় প্রভাব রাখে। এ বছর দোদুল্যমান অঙ্গরাজ্যের সংখ্যা সাত।বিস্তারিত

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ