যেভাবে ধুলে কাপড়ের গাঢ় রং হালকা হওয়ার সম্ভাবনা কমে ধোয়ার কারণে পোশাকের রং হালকা হওয়া এড়াতে কিছু পন্থা জানতে হয়।

যেভাবে ধুলে কাপড়ের গাঢ় রং হালকা হওয়ার সম্ভাবনা কমে ধোয়ার কারণে পোশাকের রং হালকা হওয়া এড়াতে কিছু পন্থা জানতে হয়।

লাইফস্টাইল ডেস্ক

 

সাদা কাপড় উজ্জ্বল রাখতে কত শত পন্থার কথা জানা যায়। তেমনি গাঢ় রঙিন পোশাকের রং ঠিক রাখার জন্যেও বেশ কিছু কৌশল জানাতে হয়।

না হলে রং হবে অনুজ্জ্বল, পোশাকটা যাবে বাতিলের খাতায়।

গাঢ় রংয়ের পোশাকের রং দীর্ঘস্থায়ী করতে ধোয়ার পদ্ধতিতে যত্নশীল হওয়া প্রয়োজন।

রং অনুযায়ী আলাদা ধোয়া

সাধারণত বলা হয় সাদা কাপড় আলাদা ধুতে, তবে রঙিন কাপড়ও আলাদা ধুতে হয়।

এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জার্মানির কাপড় ধোয়ার সাবান প্রস্তুত প্রতিষ্ঠান ‘পার্সিল’য়ের কাপড়-বিষয়ক বিশেষজ্ঞ ওয়েন্ডি সালাডিগা বলেন, “কাপড়ের গাঢ় রং ধরে রাখতে একই রংয়ের কাপড় আলাদা করে ধোয়া উচিত।”

যেমন- কালচে, নীল বা লাল- এভাবে কাছাকাছি একই রংয়ের কাপড়গুলো আলাদা ধুলে উজ্জ্বলতা ঠিক থাকে।

ঠাণ্ডা পানি ব্যবহার

গরম পানি ব্যবহার করে ধুলে গাঢ় রং হালকা হয়ে যায়। এমনকি পোশাকও ছোট বা ঢিলা হয়ে যেতে পারে।

এজন্য একই প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের ‘জুলিয়েট ক্লিনার্স’য়ের লন্ড্রি বিশেষজ্ঞ রেচেল ব্লাঞ্জাট বলেন, “সাধারণত ঠাণ্ডা পানি রঙিন কাপড় ধোয়ার জন্য ভালো। এতে রংয়ের উজ্জ্বলতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।”

অল্প তাপে শুকানো

যারা ওয়াশিং মেশিনের হিটারে কাপড় শুকান তাদেরকে অল্প তাপ ব্যবহারের পরামর্শ দেন, সালাডিগা।

তিনি বলেন, “এছাড়া ভালো হয় ঝুলিয়ে শুকাতে দিলে। আর পোশাকের ‘কেয়ার লেবেল’ পড়ে কাপড় শুকানো ও ধোয়ার কৌশল অনুসরণ করা ভালো পন্থা।”

পোশাক উল্টিয়ে ধোয়া

যে কোনো পোশাক উল্টিয়ে ধুতে হয়। গাঢ় রংয়ের পোশাকের ক্ষেত্রেও তাই।

কাপড় ধোয়ার মার্কিন প্রতিষ্ঠান ‘দ্যা লনড্রেস’য়ের কাপড় সংরক্ষণ বিষয়ক কুশলী হানাহ ইয়োকোজি বলেন, “কাপড় উল্টিয়ে ধুলে রং নষ্ট হওয়ার সম্ভাবনা কমে। একই কারণে কাপড় উল্টানো অবস্থায় শুকাতে দিতে হয়।”

ওয়াশিং মেশিনে বেশি কাপড় না দেওয়া

ব্যস্ততা বা দ্রুত কাজ সারতে গিয়ে ওয়াশিং মেশিনে একসাথে অনেক কাপড় ধুতে দেওয়া আপাতত দৃষ্টিতে উপকারী মনে হলেও, এটা আসলে কাপড়ের ক্ষতি করে।

বাঞ্জাট বলেন, “বেশি কাপড় ওয়াশিং মেশিনে দিলে, কাপড় ঠিকমতো ঘুরতে পারে না। ফলে পরিষ্কার হয় না ভালো মতো। আর একটা পোশাকের সাথে অন্য পোশাকের ঘর্ষণের মাত্রা বাড়ে। ফলে দ্রুত রং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।”

কম ধোয়া

রঙিন কাপড় যত কম ধোয়া যায় ততই মঙ্গল।

“ঘামে খুব বেশি নষ্ট না হলে, দুয়েকবার পরার পর রঙিন কাপড় ধোয়ার দরকার নেই”- মন্তব্য করেন ব্লাঞ্জাট।

কাপড়ের রং ধরে রাখতে কম কম ধোয়ার চেষ্টা করতে হবে।

লেবেল পড়া

প্রায় সব পোশাকেই যত্ন নেওয়ার জন্য আলাদা লেবেল লাগানো থাকে। সেগুলো ভালো মতো পড়ে সেই মতো কাপড় ধোয়ার পরামর্শ দেন, সালাডিগা।

তিনি বলেন, “কিছু কাপড় আছে বলাই হয় ‘ড্রাই ক্লিন’ করতে। তাই প্রিয় পোশাকের রং ধরে রাখতে লেবেলে লেখা নির্দেশনা অনুসরণ করা জরুরি।”

লাইফ স্টাইল শীর্ষ সংবাদ