বাংলাদেশ থেকে নারী পাচারে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এ ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের টার্গেট করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাঠানো হচ্ছে। ভালো চাকরি দেওয়ার আশ্বাস এবং কিছু ক্ষেত্রে চীনা নাগরিকদের সঙ্গে নকল বিয়ের ব্যবস্থা করে এ তৎপরতা চালানো হচ্ছে। এভাবে চক্রটি বাংলাদেশ থেকে নারীদের পাচারের কাজ করছে।
বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ থেকে এক দশক আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের পাচার শুরু হলেও সম্প্রতি তা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গ্রামের যে মেয়েরা দরিদ্র, লেখাপড়া করতে পারছে না, করোনাকালীন পোশাক কারখানা থেকে যাদের চাকরি চলে যায়, যাদের অভিভাবক খুব দরিদ্র তাদের প্রলোভন দেখিয়ে এবং এই অভিভাবকদের একেকজনকে ২ থেকে ৩ লাখ টাকা দিয়ে রাজি করিয়ে তাদের পাচার করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে মেয়ে চীনে গিয়ে ভালো বেতনে চাকরি করবে- এমন আশ্বাস দিচ্ছে। যেসব মেয়েকে বিয়ে করে অবৈধ কাজে বাধ্য করা হচ্ছে, শেষ পর্যন্ত তারা এ কাজে রাজি না হলে তাদের কাগজপত্র কেড়ে নেওয়া হচ্ছে। যারা এরই মধ্যে যৌন পেশায় জড়িয়ে গেছে তারা নিজেদের এলাকার বন্ধু ও পরিচিত মেয়েদেরও চীনে নিয়ে অবৈধ কাজ করানোর চেষ্টা করছে। বিশেষ করে দীঘিনালা এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে অনেক বেশি।বিস্তারিত