ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলোতে বইছে নির্বাচনি হাওয়া। প্রতিটি দল নিজের মতো করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অতীতের মতো এবারও জোটবদ্ধ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে।
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে যেসব দল তাদের সঙ্গে রাজপথে ছিল তাদের নিয়েই আগামীতে ভোট করবে তারা। নির্বাচনে শরিকদের দেবে আসন ছাড়। বিএনপির সরকারবিরোধী আন্দোলনের একসময়ের গুরুত্বপূর্ণ মিত্র জামায়াতে ইসলামী নির্বাচন ঘিরে দেশের প্রধান প্রধান দল বিশেষ করে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের তৎপরতা শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও ইসলামী দলগুলো নিয়ে মোর্চা গঠন করতে যাচ্ছে। থেমে নেই বাম দলগুলোও। তারা এক ছাতার নিচে আসার চেষ্টায় তৎপর রয়েছে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন ছকে জোট রাজনীতি।
শরিকদের আসন ছাড় দেবে বিএনপি : বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, দলটির সব কার্যক্রম এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে বিএনপি। ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন নির্বাচনে বিজয়ী হলে সমমনা দলগুলো নিয়ে ‘জাতীয় সরকার’ এবং ‘দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট’ গঠনের। এ লক্ষ্যে বিএনপি এখন দেশজুড়ে প্রস্তুতি ও কর্মকা চালাচ্ছে। জানা গেছে, নির্বাচনি আসনভিত্তিক যুগপৎ আন্দোলনের জোট নেতাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। অনুলিপি জোট নেতাদেরও দেওয়া হয়েছে।বিস্তারিত