ওয়াসার পানিকে নিরাপদ পানিতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওয়াসার পানি নিয়ে অ্যাডভোকেট তানভীরের করা এক রিটের প্রেক্ষিতে রবিবার এ নির্দেশ জারি করেন হাইকোর্ট।
বেশ কিছু দিন ধরে ওয়াসার পানি কতটা ‘সুপেয়’ তা নিয়ে উঠেছে নানা বিতর্ক। রাজধানী ঢাকায় ওয়াসার পানি নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন ধরণের অভিযোগ দেখা যায় গণমাধ্যমগুলোতে।
চলতি বছরের এপ্রিলে ওয়াসার এমডি এক বক্তব্যে বলেছিলেন ‘ওয়াসার পানি শতভাগ সুপেয়’। এর প্রতিবাদে ২৩ এপ্রিল মঙ্গলবার ওয়াসার এমডিকে ‘সুপেয় পানির’ তৈরি শরবত খাওয়ানোর জন্য কারওয়ানবাজারে ওয়াসা ভবনের সামনে হাজির হয়েছিলেন ঢাকার জুরাইনের কয়েকজন বাসিন্দা।
গণমাধ্যমের কল্যাণে এ অভিনব প্রতিবাদের ঘটনা সারাদেশের আলোচনার বস্তুতে পরিণত হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নাগরিকরা প্রতিবাদ করা শুরু করেন।
সম্প্রতি অ্যাডভোকেট তানভীর আদালতে ওয়াসার পানির মান নিয়ে রিট করলে আদালত ওয়াসার পানির মান সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মতামত চান। সে রিটের ফলাফল হিসেবেই সরকারকে এ নির্দেশ প্রদান করেন আদালত।