নির্বাচনের রোডম্যাপ কবে ► দলগুলো সারা দেশে ইতোমধ্যে নির্বাচনি পরিবেশ তৈরিতে ব্যস্ত ► সম্ভাব্য প্রার্থীরা যার যার আসনে জনসংযোগ করছেন ► সরকারের ওপরও দেশি বিদেশি চাপ বাড়ছে

নির্বাচনের রোডম্যাপ কবে ► দলগুলো সারা দেশে ইতোমধ্যে নির্বাচনি পরিবেশ তৈরিতে ব্যস্ত ► সম্ভাব্য প্রার্থীরা যার যার আসনে জনসংযোগ করছেন ► সরকারের ওপরও দেশি বিদেশি চাপ বাড়ছে

চারটি সংস্কার কমিটি ইতোমধ্যে সরকারের কাছে রিপোর্ট উপস্থাপন করেছে। বাকি সাতটি কমিটি এ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। সংস্কার নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও সবার জিজ্ঞাসা নির্বাচনের রোডম্যাপ কবে। রাজনৈতিক দলগুলো সারা দেশে ইতোমধ্যে নির্বাচনি পরিবেশ তৈরিতে ব্যস্ত। সম্ভাব্য নির্বাচন নিয়ে প্রার্থীরা যার যার আসনে জনসংযোগ করছেন। সরকারের ওপরও দেশি-বিদেশি চাপ দিনদিন বাড়ছে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, সেই বিতর্ক ছাপিয়ে এখন আলোচনা হলো নির্বাচনের রোডম্যাপ কবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে চার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। বাকিগুলো এ মাসে জমা দেবে বলে জানা গেছে।

সূত্রমতে, দিন যতই যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিও তত বাড়ছে। ভোটাধিকার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং ভোটাররা। তাঁদের বক্তব্য আর কথাবার্তায় জোরদার হচ্ছে নির্বাচনের রোডম্যাপের দাবি। সংশ্লিষ্ট দলগুলোর নেতারা জানিয়েছেন, তাঁরা মূলত নির্বাচনি রোডম্যাপের প্রতিই গুরুত্ব দিয়েছেন। নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার ইস্যুতে লিখিতভাবে প্রস্তাবনা দিতে পারে কোনো কোনো দল।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ