নিজস্ব প্রতিবেদক ঢাকা
বায়ুদূষণের মান ৩০০ পার হলেই তাকে ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়। অর্থাৎ যেসব স্থানে বায়ুর মান এমন, সেখানে দূষণ পরিস্থিতি ভয়ানক রকম খারাপ। আজ মঙ্গলবার রাজধানীর কোনো কোনো স্থানে এই মান ৪০০ পার হয়ে গেছে। আর আজ সকালে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ২৪৪। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।
ঢাকা ও আশপাশের সর্বোচ্চ দূষিত পাঁচ এলাকার মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৪৫১), ইস্টার্ন হাউজিং-২ (৪০৬), সাভারের হেমায়েতপুর (৩৫৮), কল্যাণপুর (৩৫৮) ও গুলশান লেক পার্ক (৩১৬)।
আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম স্থানে আছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। আইকিউ এয়ারের মানসূচকে শহরটির স্কোর ৪৮৮। পরের দুই অবস্থানে আছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয়। শহরটির স্কোর ২৫৯।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৮ গুণ বেশি।
বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউ এয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।