টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ॥ রাহীর অভিষেক

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার মিশনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে উইন্ডিজ।

ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবে ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছে মাশরাফিরা। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ ফিরতি লড়াইয়ে জিততেও খুব আত্মবিশ্বাসী।

দলে পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডেতে অভিষেক হচ্ছে আবু জায়েদ রাহীর। ওয়েস্ট ইন্ডিজের একাদশ থেকে বাদ পড়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। তার জায়গায় খেলবেন বাঁহাতি ফাস্ট বোলার রেমন রেইফার।

দুই ম্যাচে এক জয় ও অপরটিতে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ জিতে বোনাস পয়েন্টসহ ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তিন ম্যাচে ৯। সোমবার বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

তবে আজ হেরে গেলেও বাংলাদেশের সামনে সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। বৃষ্টির কারণে বাংলাদেশের পয়েন্টে ভাগ বসিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ২ পয়েন্ট। সেক্ষেত্রে আগামী বুধবার আইরিশদের বিপক্ষে ফিরতি ম্যাচটি অলিখিত সেমিফাইনালে রূপ নেবে।

সেই অপেক্ষায় অবশ্য থাকতে চায় না মাশরাফি বাহিনী। সোমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতেই ফাইনাল নিশ্চিত করতে উন্মুখ তারা। প্রথম ম্যাচের সেই নান্দনিক ক্রিকেট খেলে দারুণ ফুরফুরে বাংলাদেশও। রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন মোহাম্মদ মিঠুন। সোমবারের ম্যাচ নিয়ে তার কথা, প্রতিটি ম্যাচেই আমরা জয়ের জন্য নামি। কালও নামবো। আমরা ম্যাচ জিততে মুখিয়ে আছি। ম্যাচে যারা ভালো খেলবে, তারাই জিতবে। তবে এতটুকু বলতে পারি এই মুহূর্তে আমরা অনেক আত্মবিশ্বাসী।

খেলাধূলা জাতীয় শীর্ষ সংবাদ