বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, ৪ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, ৪ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

 

অনলাইন ডেস্ক

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৫৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৬.২ গুণ বেশি রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার ও সোমবারও দূষণের শীর্ষে অবস্থান করছিল ঢাকা।
বাতাসের একিউআই স্কোর ৩০১ এর বেশি হলেই বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ সময় ৪৩৯ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবয়েচে দূষিত বাতাস বিরাজ করছে কল্যাণপুরে। এর পরেই রয়েছে যথাক্রমে ইস্টার্ন হাউজিং (৩৯৪), মার্কিন দূতাবাস (৩৭২) ও সাভারের হেমায়েতপুর (৩৩৪) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এদিন প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়, পশ্চিম নাখালপাড়া সড়ক, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশান লেক পার্ক, পীরেরবাগ রেল লাইন, গুলশান ২ এর রব ভবন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তালিকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, কিরগিজস্তানের বিশকেক, কঙ্গোর শহর কিনশাসা। সকালে শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

জাতীয় পরিবেশ শীর্ষ সংবাদ