স্থবিরতা কাটেনি অর্থনীতির

স্থবিরতা কাটেনি অর্থনীতির

গণ অভ্যুথানে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও দেশের অর্থনীতিতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। এমনকি কমবেশি স্থবিরতা বিরাজ করছে সব খাতেই। আস্থাহীনতায় ব্যবসায়ীরা। কমেনি মূল্যস্ফীতি। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়েনি। কমেছে বেসরকারি খাতের ঋণ। সংকট কাটেনি ব্যাংকে। এমন সব মতামত বিশ্লেষকদের। তারা বলছেন, সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক অনিশ্চয়তাই মূল কারণ। অন্যান্য খাতের মতো এ খাত গুরুত্ব না পাওয়ায় গতি ফেরেনি দেশের অর্থনীতিতে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় আসা আওয়ামী লীগের শাসনামলের শুরুতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। ৮৪ টাকার ডলারের দর ১১০ টাকার বেশি। ঋণের নামে ব্যাংকের অর্থ লুটপাট ও পাচার হয়। খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৪২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৩৬ কোটি ডলার। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮ শতাংশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার আগে দেশের অর্থনীতির চিত্র মোটামুটি এমনটাই ছিল। এ কারণে দেশের অর্থনীতিকে খাদের কিনারে ফেলার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে।বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ