নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে। জাদুঘরের ৪ তলা ভবনের নিচ তলায় বৈদ্যুতিক জেনারেটর রুমে গোলযোগ থেকে এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। আগুন নেভাতে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ২০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৯টা ৩৬ মিনিটে। এর ১০ মিনিট পর আগুন নেভাতে সমর্থ হয় ফায়ার সার্ভিস।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। এছাড়া, আনুমানিক ৫০ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।