নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ বুধবার সকাল ৮টা থেকে সদর উপজেলার বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এই আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টসের নারী শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) সন্তান অসুস্থ থাকায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে কারখানা থেকে বের করে দেন মতিউর।
বুধবার কারখানায় আসার পথে ভোর পৌনে ৬টার দিকে ট্রাক ও অটোরিকশার চাপায় গুরুতর আহত হন জান্নাতুল। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এ ঘটনার প্রতিবাদে সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ওই কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভ ঠেকাতে নিহত শ্রমিকের লাশ কারখানার ভেতরে রেখে দিয়েছে।
এ প্রতিবেদন লেখার সময় বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ অব্যাহত রেখেছেন।
জয়দেবপুর থানার ওসি আবদুল হালিম জানান, ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।