নার্স তানিয়া ধর্ষণ-হত্যা: এবার স্বীকারোক্তিমূূলক জবানবন্দি দিলেন হেলপার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাসের হেলপার লালন মিয়া। মঙ্গলবার সন্ধ্যার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনের আদালতে এ জবানবন্দি সম্পন্ন হয়। এরপর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত শনিবার বাসের চালক নূরুজ্জামানও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে চলন্ত বাসে চালক নূরুজ্জামান ও হেলপার লালনসহ তিনজন মিলে তানিয়াকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন। বাসচালক নূরুজ্জামানের জবানবন্দির সাথে হেলপার লালনের জবানবন্দির মিল রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়। স্বর্ণলতা পরিবহনের একটি বাসে ঢাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামের নিজ বাড়িতে যাবার পথে ঘটনাটি ঘটে। ঐদিন রাতেই পুলিশ বাসের চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে। গত বুধবার তাদেরকে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে পুলিশের কাছে চালক নূরুজ্জামান ও হেলপার লালন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপরই তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

শীর্ষ সংবাদ সারাদেশ