নিজস্ব প্রতিবেদক
এপ্রিলে শুরু হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ আন্দোলনের শক্তিশালী নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা ও জুলাই বিপ্লবের সংগঠক, জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ প্ল্যাটফর্মের ঘোষণাপত্র প্রকাশ করেন।
পোস্টে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিত্বকারী মানুষের চিত্র দিয়ে প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে বিপ্লবের সূচনা হয়েছিল, কিন্তু তার পরও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি, এমন মন্তব্য করেন জোনায়েদ। তিনি বলেন, ‘এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে।’
পোস্টে যোগ করা গুগল ফর্মের মাধ্যমে সাধারণ জনগণকে প্ল্যাটফর্মের অংশ হতে এবং অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোর নেতারা এই উদ্যোগে অংশ নিচ্ছেন, তবে শিবিরের সাবেক নেতারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে যোগদান করবেন বলে জানা গেছে।