মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ‘‘জনগনের অসচেতনতাই ভুমি অব্যবস্থাপনার জন্য দায়ী” বিষয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।গতাকাল বুধবার সকাল ১০টায় স্কুল অডিটেরিয়ামে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয় ।প্রতিযোগিতায় চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান মডারেটরের দায়িত্ব পালন করেন এ সময় স্কুেলর সকল শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।পরে সহকারী কমিশনার (ভুমি) ভুমি বিষায়ে জনসচেনতা বাড়াতে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বলে মানুষের অসচেতনতা, অজ্ঞতা এবং হেয়ালিপনা ভূমির অব্যবস্থাপনার জন্য অনেকাংশেই দায়ী। আমরা যখন না জানি, তখনই কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীরা সুযোগ নিয়ে হয়রানি করান। নতুন প্রজন্ম ভূমি বিষয়ে খুব কম জানে। তাদের সচেতন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম মামলা মোকদ্দমার ঝামেলা থেকে রেহাই পাবে।