মসজিদ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলির প্রাণকেন্দ্র। এতে ইবাদত করা ছাড়াও শিক্ষা দেওয়া, তথ্য বিতরণ ও বিরোধ নিষ্পত্তি করা হয়। সপ্তম শতাব্দীতে ছিল সাদাসিধে খোলা প্রাঙ্গণবিশিষ্ট মসজিদুল হারাম ও মসজিদুন নববি; সে অবস্থা থেকে এখন এর অনেক উন্নয়ন ঘটেছে। বিভিন্ন দেশে এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু মিনার ও বৃহদাকার প্রাঙ্গণ। মসজিদের উৎপত্তি আরব উপদ্বীপে হলেও ইসলাম প্রসারের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব দেশেই ছড়িয়ে পড়েছে। দেশবিদেশে গড়ে উঠেছে মসজিদকেন্দ্রিক বড় বড় শহর। প্রসিদ্ধ এমনই কয়েকটি মসজিদের শহর নিয়ে আজকের রকমারি-
সৌদি আরবের মক্কা
সৌদি আরবের মক্কা ইসলামের পবিত্রতম শহর। এখানে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। এখানেই তিনি প্রথম ওহি লাভ করেন। মুসলমানরা প্রতিবছর হজ-ওমরা পালনের জন্য এখানে আসেন। দীর্ঘদিন এ শহর মুহাম্মদ (সা.)-এর বংশধররা শাসন করেছেন। ১৯২৫ সালে ইবনে সৌদের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর সৌদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে। বর্তমানেও এ রাজবংশ মক্কা শাসন করছে।
আধুনিক যুগে শহরটি বহুগুণ সম্প্রসারিত হয়েছে। এর অবকাঠামো, রাস্তাঘাট, নাগরিক সুবিধার অনেক উন্নতি দেখা যায়। এটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহর। সমুদ্রতল থেকে ২৭৭ মিটার ওপরে একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত মক্কা শহর। মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত। কাবা পৃথিবীর প্রথম মসজিদ। মুসলমানরা প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের সময় এর দিকে মুখ ঘুরিয়ে রাখেন।বিস্তারিত